গোয়াইনঘাট প্রতিনিধি
মার্চ ৩০, ২০২২
০৮:০৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২২
০৮:০৬ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।
বুধবার (৩০ মার্চ) বেলা ১২ টায় গোয়াইনঘাট থানার হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মোড়ল, সেকেন্ড অফিসার এসআই প্রলয় রায়, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সুবাস দাস, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম, নির্বাহী সদস্য আব্দুল মালেক, মনজুর আহমদ, হারুন অর রশিদ, আলী হোসেন, দুর্গেস চন্দ্র সরকার বাপ্পি প্রমুখ।
গোয়াইনঘাটে মাদক নির্মূলে জিরো টলারেন্সসহ জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের পরিচালিত অভিযান অব্যাহত রাখার কথা ব্যক্ত করে ওসি কে এম নজরুল ইসলাম বলেন, গোয়াইনঘাট একটি বিশাল থানা এলাকা।
আপনাদের সহযোগিতা নিয়ে এই থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তায় কাজ করে যাবো। আমাদের কর্মকালীন সময়ে গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পুলিশের ইতিবাচক ভূমিকাগুলো গণমাধ্যমে তুলে ধরে পুলিশ বিভাগকে উৎসাহিত করতে গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান। এ সময় সাংবাদিকরা তাদের পেশাদারিত্ব বজায় রেখে পুলিশ বিভাগকে সব ধরনের সহযোগিতা করবেন বলে অভিমত ব্যক্ত করেন।
সভায় গোয়াইনঘাট থানার নবাগত ওসি কে এম নজরুল ইসলাম সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এম এম/বি এন-০৭