সঙ্গী হারিয়ে সেনাপ্রধানের কাছে ছুটলেন ইমরান খান

সিলেট মিরর ডেস্ক


মার্চ ৩০, ২০২২
০৯:৪৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২২
০৯:৪৮ অপরাহ্ন



সঙ্গী হারিয়ে সেনাপ্রধানের কাছে ছুটলেন ইমরান খান

- ফাইল ছবি

পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ওঠার পর প্রধানমন্ত্রীত্ব হারানো ইমরান খানের জন্য সময়ের ব্যাপার হয়ে গেছে। এরই মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন জোট সঙ্গী মুত্তাহিদা কওমি মুভমেন্ট এমকিউএম-পির নেতা ফারুগ নাসিম এবং আমিনুল হক।

সরকারে থাকতে পার্লামেন্টে যত ভোটের প্রয়োজন, সেটি নিশ্চিত করা যখন কঠিন হয়ে যাচ্ছে, তখন এমকিউএম-পি ইমরানকে দিল কঠিন ধাক্কা।

এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশটির সেনাপ্রধানের সঙ্গে দেখা করে এসেছেন বলে জানিয়েছে ভারতীয় মূলধারার কয়েকটি সংবাদমাধ্যম। যদিও পাকিস্তানি পত্রিকাগুলোতে বিষয়টি সেভাবে আসেনি।

ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, সেটিও পরে বাতিল হয়েছে। সব মিলিয়ে তার প্রধানমন্ত্রীর পদে থাকাটাই নানা সমীকরণে এখন বিস্ময়কর।

জোট সঙ্গীর এমন অবস্থানে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের আগেই পদ হারানোর বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। অলৌকিক কিছু না ঘটলে উত্তরসূরিদের পরিণতি বরণ করে নিতে হতে পারে ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানকে। আগামী ৩ এপ্রিল অনাস্থা ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের প্রচার আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিক সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। আমাদের সামনে এমন একটি পরীক্ষা অপেক্ষা করছে, যার মধ্য দিয়ে জাতীয় নেতৃত্ব নির্ধারণ করা হবে।

‘আজ প্রার্থনার দিনও... সাধারণ মানুষের ইচ্ছা পূরণ হয়েছে। আমি আশা করি এবার আমরা এমন একটি গণতন্ত্রের জন্য কাজ করতে পারি, যার প্রভাব পাকিস্তানের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে।’

বিরোধী দলে যোগ দেওয়ার বিষয়ে মকবুল সিদ্দিক বলেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে আমাদের কোনো ব্যক্তি বা দলীয় সুবিধা নেই।

‘আমাদের চুক্তির প্রতিটি ধারা পাকিস্তানের সাধারণ জনগণের জন্য; বিশেষ করে সেসব এলাকার জন্য যাদের আমরা গত ৩৫ বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছি। আমরা ব্যক্তিগত স্বার্থের চেয়ে পাকিস্তানের স্বার্থকে প্রাধান্য দিয়েছি।’

মুত্তাহিদা কওমি মুভমেন্টের এই ঘোষণার পর বক্তব্য রাখেন জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘আজ পাকিস্তানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ একটি যৌথ বিরোধী দল গঠন হতে যাচ্ছে।’

‘আমি এমকিউএম-পি এবং এর কর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যারা পাকিস্তানের ২২ কোটি পাকিস্তানির ইচ্ছা বাস্তবায়ন করেছেন। বিশেষ করে আসিফ আলি জারদারি এবং বিলাওয়ালের কাছে আমি কৃতজ্ঞ। তারা আলোচনার এই প্রক্রিয়াটি পরিচালনা করেছেন। ইতিহাসকে একপাশে রেখে তারা পাকিস্তানের সমৃদ্ধি এবং করাচির সুখের এই যাত্রা শুরু করেছে।’

এমকিউএম-পির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলের প্রধান বিলওয়াল ভুট্টো বলেন, ‘ইমরান খান তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তিনি আর প্রধানমন্ত্রী নন। বৃহস্পতিবার সংসদ অধিবেশন। আসুন এদিনই ভোটের আয়োজন করি, বিষয়টির নিষ্পত্তি করি। তারপর স্বচ্ছ নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু করতে পারি।’

জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি শুধু করাচি কিংবা সিন্ধু নয়, পুরো পাকিস্তানের জন্য জাতীয় ঐক্যের অভিব্যক্তি।’

‘এই সিদ্ধান্তের ফলে (সরকারের মিত্ররা বিরোধীদের সঙ্গে যোগ দিচ্ছে) জাতীয় পরিষদে আমাদের শক্তি এখন ১৭৬-এ দাঁড়িয়েছে। যেখানে আমাদের দরকার ছিল ১৭২ ভোট।’

আনুষ্ঠানিক ঘোষণার পর এমকিউএম-পি প্রচার আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিক দুটি চুক্তিতে সই করেন। একটি পিপিপির বিলওয়ালের সঙ্গে, অন্যটি পিএমএল-এন-এর আহসান ইকবালের সঙ্গে।


এএফ/০১