শাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ৩১, ২০২২
০৬:৫০ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২২
০৬:৫০ অপরাহ্ন
উৎসবমুখর পরিবেশে চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের সংগঠন 'শাবি শিক্ষক সমিতি'র নির্বাচন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি বছর নির্বাচনে তিনটি প্যানেল অংশ নিলেও এবার আওয়ামীপন্থি ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ও ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’র দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে অংশ নেয়নি বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের শিক্ষকরা।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ সরকার। এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, গণিত বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রশিদ, আইপিই বিভাগের অধ্যাপক ড. আহমেদ সায়েম ও গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ।
নির্বাচনে ভোট গ্রহণের বিষয়ে কমিশনার অধ্যাপক ড. অনিমেষ সরকার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে, এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
এইচএন/আরসি-০৫