মুক্তিযুদ্ধের চেতনায় মানুষের কল্যাণে আত্মনিয়োগ করুন

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ৩১, ২০২২
০৭:১৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২২
০৯:১০ পূর্বাহ্ন



মুক্তিযুদ্ধের চেতনায় মানুষের কল্যাণে আত্মনিয়োগ করুন

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায় বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশের দুঃখী মানুষের কল্যানে আত্মনিয়োগ করুন। তবে ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত বঙ্গবন্ধুর গড়া স্বাধীনতা পুর্ণতা পাবে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও অঞ্চল- আঞ্চলিক আওয়ামীলীগের আয়োজনে  এক  আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (৩০ মার্চ) রাত  সাড়ে ৮টায় সাতগাঁও বাজারে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ভুনবীর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি  আবুল কাশেম ভূইয়া। ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরজদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (কনা মিয়া), আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ ( আব্রু মিয়া), ৭ নং ওর্যাড আওয়ামী লীগ এর সভাপতি মতিউর রহমান ময়না ও ৬ নং ওর্য়াডের ইউপি সদস্য বেলাল আহমেদ,  মো. ছুরুক মিয়া, উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের অধ্যাপক মনসুর আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 

সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরজত আলী বলেন, লাখো শহীদে রক্তে গড়া বঙ্গবন্ধুর গড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।  

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।  

জি কে/বি এন-০৭