কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩১, ২০২২
১০:২৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২২
১১:৩৪ অপরাহ্ন
ছবি- প্রতীকি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্র সাদা পাথরে বেড়াতে এসে পানিতে ডুবে মো. জুনায়েদ আহমদ (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
জুনাইদ নেত্রকোনা জেলার বরুনা গ্রামের মো. নিয়ামুল কবীরের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর বিভাগের ছাত্র ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী সাদা পাথর বেড়াতে আসেন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে প্রচন্ড স্রোতে জুনাইদ আহমদ পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে বিকাল ৪টায় তার লাশের সন্ধান পান এবং লাশ উদ্ধার করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ‘লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
কেএ-০১/এএফ-০২