মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে জকিগঞ্জে তালামীযের মিছিল

সিলেট মিরর ডেস্ক


মার্চ ৩১, ২০২২
১১:০৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ৩১, ২০২২
১১:২১ অপরাহ্ন



মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে জকিগঞ্জে তালামীযের মিছিল

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান-কে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বাদ যোহর জকিগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল এম এ হক চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

উপজেলা তালামীযের সভাপতি আবু ছায়িদ মো. আশিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সিলেট পূর্ব জেলা তালামীযের সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী, উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাসিত, উপজেলা তালামীযের সাবেক সহ সভাপতি মাওলানা কবির আহমদ প্রমূখ।
পথসভায় বক্তারা বলেন, পবিত্র রামাদ্বানের পবিত্রতা রক্ষা করতে দিনের বেলা হোটেল রেস্তোঁরা বন্ধ রাখতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকরণ ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়েরও আহবান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা অর্থ সম্পাদক সাদিক আহমদ, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা শাখা সভাপতি মো. হিফজুর রহমান, সাধারণ সম্পাদক  মো. মুহিব্বুল ইসলাম, ইছামতি ডিগ্রী কলেজ শাখা সভাপতি আব্দুল হাসিব তাপাদার, সদস্য মো. খাইরুল ইসলাম, আব্দুল আওয়াল তাপাদার, মাহের আহমদ, সাদিকুল ইসলাম তুহিন, মনজুর কামাল খান, দেলওয়ার হোসেন চৌধুরী, জাবেদ আহমদ চৌধুরী, নাসির উদ্দিন, শাকির আহমদ, তাওহিদুল ইসলাম শ্রাবনসহ আরো অনেকেই।
পরে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা হোসাইন আহমদ তাপাদার এর দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরএম-০২