শাবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ০১, ২০২২
১২:৪৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০১, ২০২২
০১:০৩ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব'র ১৬তম কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ওমর মেহরাব।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'সি' এর ২১৪ নং রুমে এ কমিটি ঘোষণা করেন স্পিকার্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর।
কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে ফায়াজ মাহমুদ, মো. রিফাত হোসেন, জান্নাতুল সাদিয়া ইসলাম ইভা, সহ-সাধারণ সম্পাদক হিসেবে সামিউল আলম, নাদিয়া হোসাইন নুসরাত, তুহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে তীর্থ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ হিসেবে মো. সোহানুল আলম সিদ্দিকী সোহাগ, প্রচার সম্পাদক হিসেবে নাইম ফারহান, আইটি সম্পাদক হিসেবে মো.শামীম শাহরিয়ার, যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে মো. সানাউল্লাহ সানু, অফিস সম্পাদক হিসেবে ইশরাত জাহান স্পৃহা, প্রকাশনা সম্পাদক হিসেবে আবু নাইম, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তানজীম বিনতে হাসান জেরিন, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে রাহাতুন্নেছা প্রীতি, ক্রীড়া সম্পাদক হিসেবে মিনহাজ চৌধুরী মনোনীত হয়েছেন।
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নাজনীন সুলতানা, ইকরামুল হক ইভান, রাবেয়া রশীদ প্রাপ্তি, আফসানা হক নুসরাত মনোনীত হয়েছেন। এছাড়া সিনিয়র কো-অর্ডিনেটর সদস্য হিসেবে সানাউল্লাহ রাফি, মো. সাবিত আহাম্মেদ রিজভী, সুমাইয়া ইসলাম মনোনীত হয়েছেন।
এ সময় ১৪ তম কার্যনির্বাহী কমিটির সভাপতি সায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সভাপতি আমেনা পারভিন তিশা, মাহমুদা খানম মাহি, সদস্য মো. আজিজুর রহমান আশিক, সহ-সাধারন সম্পাদক, মো. শরিফ উদ্দিন। ১৩ তম কমিটির সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক কামরান হোসেন, সহ-সভাপতি এ.এস. এম. মোহাইমিন বাপ্পি, ১২ তম কমিটির সভাপতি সৈয়দা মারজান রাজ্জাক, ৯ তম কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হিমেল উপস্থিত ছিলেন।
এইচএন/আরসি-১১