দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

দোয়ারাবাজার প্রতিনিধি


এপ্রিল ০১, ২০২২
০১:১৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২২
০১:১৭ পূর্বাহ্ন



দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ৪ রাউন্ড ফাঁকা গুলি

দোয়ারাবাজার উপজেলা সীমান্তে দু'পক্ষের সশস্ত্র সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলার পাড় গ্রামের মৃত সফর আলীর পুত্র রফিকুল ইসলাম রফু ও একই গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেন দিলার পুত্র আলামিনদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও চলে আসছে। জমি দখল বেদখল নিয়ে কয়েকদিন পরপর তার হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

একপক্ষের দাবি রফিকুল ইসলাম ওরফে রফু'র বখাটে পুত্র সীমান্ত এলাকায় মদপাচার করতে গেলে ধরিয়ে দেয় একই ইউনিয়নের জুমগাঁও (খাসিয়া বাড়ি) গ্রামের উসমান আলীর পুত্র আবদুর রহিম। এরই জেরে বৃহস্পতিবার বাজার থেকে বাড়ি ফেরার পথে রফুর মাদক ব্যবসায়ী পুত্র দেলোয়ার হোসেন ও তার সঙ্গে থাকা লোকজন আবদুর রহিমকে পথরোধ করে মারধর শুরু করে। এ ঘটনায় এলাকার লোকজন এগিয়ে আসলে রফু ও তার লাঠিয়াল বাহিনী তাদের উপরও চড়াও হয় এবং হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে।

রফিকুল ইসলাম রফুর পরিবারের লোকজন বলেছেন, আলামিনরা তাদের ঘর ভেঙে দেওয়ার খবর পেয়ে দেখতে যান রফিকুল ইসলামের লোকজন। এসময় তারা পথরোধ করে তাদের উপর হামলা চালায়। এতে সংঘর্ষ বাঁধে।

উভয় পক্ষের আহতরা হলেন, চৌধুরীপাড়া গ্রামের মাতব্বর আলী (৬৫), রায়হান (২৩), রফিকুল ইসলাম (৩৮), আকাশ (১৫), মাসুদ রানা (২৪), মনির হোসেন (২৭), মৌলার পাড় গ্রামের রাসেল মিয়া (১৮), অপর পক্ষের রফিকুল ইসলাম ওরফে রফু (৫৫), আবদুল আজিজ (৫০), হারুন (৩২), রিপন (২৫), দেলোয়ার (৩২) প্রমুখ। এক পক্ষের আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর পক্ষের আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এরই জেরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ-সময় ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরসি-১৩