সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০১, ২০২২
০১:৫০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০১, ২০২২
০১:৫০ পূর্বাহ্ন
সিলেট বিভাগের এক লাখ তরুণ-তরুণীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে সেভ সিলেটের নতুন প্রজেক্ট স্টার্টআপ সিলেট শুরু করেছে। যার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সিলেট নগরের মির্জাজাঙ্গালে সেভ সিলেট দিনব্যাপী উদ্যোক্তা তৈরির কর্মশালার আয়োজন করে। অনলাইন ক্রস-বর্ডার সুবিধার মাধ্যমে জাতীয় গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে তথ্য প্রযুক্তির মাধ্যমে ই-বিজনেজ দক্ষতা অর্জন করতে এই কর্মশালার আয়োজিত হয়।
বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, বর্তমান সিলেট এর তরুন উদ্যোক্তারা যেভাবে কাজ করছেন সেটা খুবই প্রসংসনীয়। বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন ও সেভ সিলেটের এর এই ট্রেনিং সেশনের উদ্যোগটি তরুণ উদ্যোক্তাদের অনুপ্রানিত করবে ও এগিয়ে নিয়ে যাবে।
![]()
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমেদ, সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক প্রফেসর জাকির হোসেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মনিরুল ইসলাম, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের হেড মাসুদ রানা, সিলেট জেলা যুবলীগ এর সভাপতি শামিম আহমেদ, সেভ সিলেট এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়ান মুমিনুল হক।
বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তারী মোরশেদ স্মৃতির সভাপতিত্বে ও সদস্য আর এস রীমার সঞ্চালনায় আরও বক্তব্য দেন আখতারুজ্জামান মিঠু, জাহিদুল আলম শাহ, ইফতেখার আবেদিন চৌধুরী, গোফরান উদ্দিন, আখতার মাহমুদ পারচেজ প্রমুখ।
![]()
আয়োজকরা জানান, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর না করে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে ব্যবসাকে টেকসই করার প্রতি গুরুত্ব দিতে হবে। আর তা কিভাবে করবেন তা এই ট্রেনিং সেশনে শেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমকেই শুধু ব্যবসার প্ল্যাটফর্ম বানিয়ে না ফেলি তার জন্য সফল কর্পোরেট ব্যাক্তিত্ব, সফল ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিত্ব, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ট্রেনিং সেশনগুলো নেন।
বক্তারা বলেন, বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে সরকার টেকসই ই-বিজনেজ এর ক্ষেত্রে তরুণ উদ্যোগক্তাদের বিভিন্ন প্রনোদনার মাধ্যমে সহযোগিতা করছে যার সুফল এরই মধ্যে উদ্যোক্তারা পেতে শুরু করেছে। সিলেটের তরুণ উদ্যোক্তারা এই সুযোগটি কাজে লাগিয়ে আরও এগিয়ে যেতে পারবেন।
সেভ সিলেটের ২৬৩টি প্রজেক্টের একটি হচ্ছে স্টার্টআপ সিলেট প্রজেক্ট। যার মাধ্যমে এক লক্ষ তরুণ তরুণীকে বিনামূল্যে ট্রেনিং ও সবধরনের সাপোর্ট দেয়া হবে। বেকারত্বমুক্ত সিলেট ও সিলেটকে বাংলাদেশের সিলিকন ভ্যালি বানানোর জন্য কাজ করে যাচ্ছে সেভ সিলেট।
আরসি-১৬