সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০২, ২০২২
০৪:৪৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২২
০৪:৪৭ পূর্বাহ্ন
হাসান আরিফ
বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কথাকলি সিলেট পরিবার।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সারদা হলস্থ মহড়া কক্ষে সংগঠনের নিয়মিত সভায় হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কথাকলি সিলেটের সদস্যবৃন্দ। এ সময় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কথাকলি সিলেটের সভাপতি শামসুল বাসিত শেরোর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ‘হাসান আরিফের মৃত্যুতে দেশ আবৃত্তি জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। হাসান আরিফ এদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক ও পুরোধা ব্যক্তিত্ব। তিনি মুক্তবুদ্ধি চর্চা ও সৃজনশীল সমাজ গঠনের অভিযাত্রাং গুরুত্ব অবদান েেরখেছেন। তাঁর অকাল মৃত্যুতে দেশের মুক্ত সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
সভায় কথাকলি সিলেটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এএফ/০১