রবি ও সোমবার ওসমানীতে করোনার টিকাদান বন্ধ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০২, ২০২২
১১:২৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২২
১১:২৯ অপরাহ্ন



রবি ও সোমবার ওসমানীতে করোনার টিকাদান বন্ধ
নগর ভবনে নেওয়া যাবে টিকার ৩য় ডোজ

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আগামীকাল রবিবার ও সোমবার করোনার টিকা কার্যক্রম বন্ধ থাকবে। তবে করোনার বুস্টার ডোজ নগর ভবনের অস্থায়ী টিকাকেন্দ্র থেকে নেওয়া যাবে বলে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

 আজ শনিবার (২ এপ্রিল) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে. ‘অনিবার্য কারণে আগামী রবি ও সোমবার (৩-৪ এপ্রিল ২০২২ খ্রি.) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দান কর্মসূচী বন্ধ থাকবে। তবে আগ্রহী টিকা গ্রহীতাগণ নগর ভবনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে যোগাযোগ করে টিকা গ্রহণ করতে পারবেন।’

প্রসঙ্গত, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র কোভিড-১৯ এর ৩য় ডোজ বা বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে। এদিকে নগর ভবনের নিচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজের টিকা প্রদান করা হচ্ছে। যারা কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ যথাসময়ে গ্রহণ করেননি বা টিকা গ্রহণ থেকে বাদ পড়েছেন, তারা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।

এছাড়া কোভিড-১৯ ভ্যাকসিনের টিকার সনদ সংক্রান্ত যেকোন প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের নীচ তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।


এএফ/০৩