গরু চুরিতে গিয়ে হার্ট অ্যাটাকে ডাকাতের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৩, ২০২২
০১:৩৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২২
০১:৩৫ পূর্বাহ্ন



গরু চুরিতে গিয়ে হার্ট অ্যাটাকে ডাকাতের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গরু চুরি করতে গিয়ে হার্ট অ্যাটাকে বাচ্চু মিয়া (৩১) নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২ এপ্রিল) সকালে দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধা করেছে পুলিশ।

বাচ্চু মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ডেঙ্গাবন গ্রামের ছুরত আলীর ছেলে। মোগলাবাজার থানায় করা একটি ডাকাতির মামলায় সাড়ে চার বছর সাজা ভোগের পর সম্প্রতি তিনি মুক্তি পেয়েছিলেন।

জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে ধরাধরপুর গ্রামে এক বাড়ির গোয়াল হানা দেয় বাচ্চু মিয়াসহ চোর চক্রের সদস্যরা। তারা ঘরের বাইরের তালা ভেঙে ফেললেও ভেতর দিয়ে তালাবদ্ধ থাকায় ঘরে প্রবেশ করতে পারেনি। সেখানে ব্যর্থ হওয়ার পর তারা পার্শ্ববর্তী বাড়িতে হানা দেয়। কিন্তু কুকুরের চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠায় তাও ব্যর্থ হয়। এসময় কারণ খোঁজতে গিয়ে বাড়ির লোকজন শুনতে পান তাদের গোয়ালঘরের পাশে কেউ একজন জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে।  

এ সময় তারা মোবাইল ফোনে আশপাশে খবর দিলে লোকজন জড়ো হয়ে দেখতে পায় কাদামাটি গায়ে লাগা এক লোক মাটিতে পড়ে আছেন। এরপর খবর দেওয়া হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও পুলিশকে। পুলিশ আসার আগেই বাচ্চু মিয়া মারা যান। পরে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইলসাম তালুকদার। তিনি বলেন, ‘চুরি করতে এসে হৃদরোগে আক্রান্ত হয় সে। তার বোন আমাকে জানিয়েছে, এর আগে কারাগারে থাকাকালে সে আরো দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিল। ’ 

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এএফ/০৪