কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম শুরু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৪, ২০২২
০৪:৩৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২২
০৬:৫৭ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম শুরু

দোয়া মাহফিলের মাধ্যমে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির কার্যক্রম শুরু হয়।

দোয়া মাহফিলের মাধ্যমে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৩ এপ্রিল) দুপুর দুইটায় উপজেলা সদরস্থ কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস আলী, কোম্পানীগঞ্জ বিআরডিবির ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, তেলিখাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চাঁন মিয়া মজনু, মুফতি হাসান আল হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মাসুক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, কোষাধ্যক্ষ মীর আল মমিন, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এখলাছ আলী, দপ্তর সম্পাদক কবির আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজন আহমদ, সদস্য যথাক্রমে কবির হোসেন, উমর আলী, নোমান আহমদ, ইয়ামিন আহমদ ও ইকবাল হোসাইন,  উপজেলার কাঁঠালবাড়ী মডেল যুব সংঘের সহ সভাপতি আরাফাত মিয়া, আইন বিষয়ক সম্পাদক আল আমিন, ইসলামপুর সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহ সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম শাহ জাহান, মুক্তিযুদ্ধা সন্তান ফরিদ মিয়া, ব্যবসায়ী ফারুক আহমদ, নোমান আহমদ, রাহাদ আহমদ, ফুরকান মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে কুরআন থেকে তেলওয়াত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় ও মুসলিম উম্মার মঙ্গলে কামনায় দোয়া করেন মাওলানা হোসাইন আহমদ।


কেএ-০১/এএফ-০২