কোর্ট পয়েন্টে বিদ্যুতের খুঁটি পড়ে মোটরসাইকেল আরোহী আহত

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৪, ২০২২
০৬:৫৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২২
০৬:৫৬ পূর্বাহ্ন



কোর্ট পয়েন্টে বিদ্যুতের খুঁটি পড়ে মোটরসাইকেল আরোহী আহত

সিলেট নগরের কোর্ট পয়েন্টে নতুন স্থাপিত বিদ্যুতের খুটি পড়ে কামাল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি নগরের টিভি গেইট এলাকার আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, গতকাল রাত নগরের মধুবন মার্কেটের সামনে মোটরসাইকেল (সিলেট মেট্রো-হ ১১-৩৩৪৩) নিয়ে দাঁড়িয়েছিলেন কামাল। সোয়া ১১টার দিকে নগরের কোর্ট পয়েন্টের ফুট ওভারব্রিজের (রাস্তার মাঝখানে) খুঁটির পাশেই নতুন করে পুঁতা বিদ্যুতের একটি খুঁটি হঠাৎ করে তার পিঠে আছড়ে পড়ে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত কামালকে পামে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রæত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন করে পুঁতে রাখা খুঁটিটির সঙ্গে জিন্দাবাজারের দিকে টানা বৈদ্যুতিক লাইন সংযুক্ত ছিল। যে লাইনে একটি ট্রাকের উপরের অংশ লেগে যাওয়ায় ওই খুঁটিতে টান পড়ে এবং খুঁটিটি উপড়ে মোটরসাইকেল আরোহীর উপর পড়ে।

রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করে জানা গেছে, আহত কামাল হোসেন হাসপাতালের তৃতীয় তলার ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কোমড়ে ব্যথা পেয়েছেন। এক্স-রে শেষে তার কোমড়ের অবস্থা জানা যাবে। 

খুটি পড়ে আহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) রুহেল। তিনি সিলেট মিররকে বলেন, ‘তার অবস্থা এখনই আশঙ্কাজনক বলা যাচ্ছে না। তিনি কোমড়ে আঘাত পেয়েছেন। এক্সরে করার পর তার কোমড়ের প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যাবে।’


এনএইচ-০১/এএফ-০৩