জৈন্তাপুর প্রতিনিধি
এপ্রিল ০৫, ২০২২
০১:৫৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২২
০১:৫৮ পূর্বাহ্ন
জৈন্তাপুর উপজেলার দরবস্ত-কানাইঘাট সড়কে জৈন্তাপুর অংশে লেগুনা ও টমটম মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
আজ সোমবার (৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে কানাইঘাট দরবস্ত রোডের জৈন্তাপুর উপজেলার চাক্তা রওজাতুল ইসলাম মাদ্রাসার সামনে চতুল বাজারেএ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বিকাল ৬টায় কানাইঘাট-দরবস্ত রোডের জৈন্তাপুর উপজেলার চাক্তা রওজাতুল ইসলাম মাদ্রাসার সামনে চতুল বাজার থেকে ছেড়ে আসা দ্রুত গতির লেগুনা গাড়ীর সঙ্গে দরবস্ত বাজার থেকে ছেড়ে যাওয়া ব্যাটারীচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা বিবেচনায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
ঘটনায় আহতরা হলেন, লেগুনার চালক ও দরবস্ত ইউনিয়নের নূরপুর গ্রামের নাজিম উদ্দিন (২৮), চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পশ্চিম গ্রামের আব্দুর রহিমের ছেলে সোহাগ আহমদ (১৭), একই গ্রামের শামসুল হকের ছেলে রইছ উদ্দিন (৪০), কুমারপাড়া গ্রামের ওলিউর রহমানের ছেলে শামীম আহমদ (১৫) এবং দরবস্ত ছৈয়া গ্রামের হাবিব উল্লার ছেলে কামাল উদ্দিন (৪২)। লেগুনা চালক ছাড়া বাকিদের সিলেটে পাঠানো হয়েছে।
এএফ/০৪