সিলেটের সেই পুলিশ কর্মকর্তা রংপুরে বদলি

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৬, ২০২২
০৫:৩১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২২
০৫:৪৯ পূর্বাহ্ন



সিলেটের সেই পুলিশ কর্মকর্তা রংপুরে বদলি

টিপ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া সিলেট পুলিশের সেই কর্মকর্তাকে রংপুরে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফুর রহমান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

মো. লুৎফর রহমান বলেন, পুলিশ সদর দপ্তর থেকে এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে’ বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর আগে টিপ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার রাতে লিয়াকত আলী নামের ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়। তিনি সিলেট জেলার আদালত পুলিশের পরিদর্শকের দায়িত্বে ছিলেন।

টিপ পরায় ঢাকার এক কলেজশিক্ষককে হেনস্তা করার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেক পুরুষ নিজেদের কপালে টিপ পরে প্রতীকী প্রতিবাদ জানান। এটিকে কটাক্ষ করে গতকাল দুপুরে ফেসবুকে একটি পোস্ট দেন লিয়াকত আলী। পুলিশ কর্মকর্তার পোস্টটিকে ‘আপত্তিকর’ উল্লেখ করে ফেসবুকে সমালোচনা শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে লিয়াকত আলী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটা পোস্ট দেন। সিলেটের নানা শ্রেণি-পেশার মানুষ পোস্টে বলা আপত্তিকর কথাবার্তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

এ বিষয়ে জানতে চাইলে পরিদর্শক লিয়াকত আলী গতকাল রাতে বলেছিলেন, ‘নারী আমার কাছে সম্মানের ও শ্রদ্ধার। তাঁদের হেয় করে কোনো কথা আমি পোস্টে লিখিনি। ঢাকায় এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় যেভাবে পুরুষেরা কপালে টিপ দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, এর জের ধরে আমি নিজের প্রতিক্রিয়া জানিয়েছি। পরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ায় পোস্ট ডিলিট করে দিয়েছি।’


এএফ/০২