রূপকের চিকিৎসার্থে 'স্পোর্টস সাস্ট'র আর্থিক সহায়তা প্রদান

শাবিপ্রবি প্রতিনিধি


এপ্রিল ০৬, ২০২২
০৭:০২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২২
০৭:০৫ অপরাহ্ন



রূপকের চিকিৎসার্থে 'স্পোর্টস সাস্ট'র আর্থিক সহায়তা প্রদান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মজিবুর রহমান রূপকের দুটি কিডনি অকেজো হয়ে গেছে। তার চিকিৎসার্থে ৪০ হাজার টাকা’ আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে লোকপ্রশাসন বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামের কাছে এ টাকা হস্তান্তর করা হয়।  

এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক ইসলাম  বলেন, আামাদের বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মজিুবুর রহমান রূপকের দুটি কিডনি বিকল হয়ে গেছে। তার চিকিৎসার জন্য পঞ্চাশ লাখ টাকা প্রয়োজন। যা তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তাই আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে রূপকের চিকিৎসায় সহায়তা করতে। 

তিনি আরো বলেন,  স্পোর্টস সাস্ট কর্তৃক আয়োজিত "ড্রিবল ফর রূপক" হতে প্রাপ্ত ৪০ হাজার টাকা হস্তান্তর করেছে। টাকাটি রূপকের চিকিৎসা ফান্ডে জমা হবে।তাদের প্রচেষ্টা ও সহোযোগিতা আমাদের ঋণী করেছে। আমরা লোকপ্রশাসন বিভাগ এবং অ্যালামনাইয়ের পক্ষ থেকে স্পোর্টস সাস্টের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার সহযোগিতায় রূপক দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের  ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড.আমিনা পারভীন, সংগঠনের সভাপতি তাহসিন আহমেদ, ড্রিবল ফর রূপক  টুর্নামেন্টের কনভেনর সৈকত হাসান ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এইচ এন/বি এন-০৮