জৈন্তাপুর প্রতিনিধি
এপ্রিল ০৬, ২০২২
০৮:১৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২২
০৮:১৩ অপরাহ্ন
হরিপুর বাজারোর জমি ক্রয় বিক্রয়ের জের ধরে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে দাঙ্গার ঘটনায় ৭৭ জনের নাম উল্লেখ করে এসল্ট মামলা দায়ের করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা যায়, ৫ এপ্রিল মঙ্গলবার জৈন্তাপুর থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে হরিপুর বাজারে ১০ ঘন্টা ব্যাপী দাঙ্গার ঘটনায় পুলিশ এসল্ট মামলা দায়ের করে৷ মামলায় ৭৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৮শত হতে ১হাজার জনকে আসামি করা হয়। তবে হাফিজ মাওলানা সালেহ আহমদ হত্যার ঘটনা সহ দাঙ্গার ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি ৷
জমি ক্রয় বিক্রয় এবং দখল সংক্রন্তের জের ধরে সৃষ্ট দাঙ্গা থামাতে গিয়ে পুলিশ ৩ শত ৫৮ রাউন্ড গুলি ও ৫৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ৷ দাঙ্গায় পুলিশের ৭ জন সদস্য আহত হয় ৷ অপরদিকে দাঙ্গা থামাতে গিয়ে মধ্যস্থতাকারী হাফিজ মাওলানা সালেহ আহমদ (৩০) প্রতিপক্ষের আক্রমণে নিহত হন ৷ মঙ্গলবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় ময়না তদন্ত সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ঐদিন রাত সাড়ে ১০টায় হেমু দারুল উলুম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন করা হয় ৷
নিহত হাফিজ মাওলানা সালেহ আহমদের পরিবারের পক্ষ হতে লিখিত অভিযোগ থানায় দলিলের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ৷
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনাস্থল হতে ৮ জনকে আটক করা হয়েছিল। তাদের পুলিশ এসল্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। হত্যাকাণ্ডের ঘটনা সহ দাঙ্গার ঘটনায় কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ করে নি ৷
আর কে/বি এন-১১