জৈন্তাপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও

জৈন্তাপুর প্রতিনিধি


এপ্রিল ০৬, ২০২২
০৮:১৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২২
০৮:১৯ অপরাহ্ন



জৈন্তাপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের বন্যা কবলিত খারুবিল, বাওন হাওর, চাতলারপাড়, ১নং লক্ষীপুর, ২নং লক্ষীপুর, আমবাড়ী, ৪নং বাংলাবাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম ৷

বুধবার (৬ এপ্রিল) সকাল ১১টায় তিনি নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের বন্যা কবলিত এলাকা গুলো পরিদর্শন করেন ৷

পরিদর্শন কালে তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইউপি সদস্য হারুনুর রশিদ সরকার, নজির আহমদ, আব্দুস ছালাম, আব্দুল কাদির ৷ 

বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম বলেন, বন্যাকবলিতদের মধ্যে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, আর্থিক প্রণোদনার জন্য জেলা প্রশাসকের কাছে সহায়তা আবেদন করা হবে ৷ দ্রুত সময়ের মধ্যে সহায়তা বন্যা কবলিত এলাকায় পৌছে দেওয়া হবে ৷

এছাড়া প্রকৃতিক দূর্যোগ মোকাবিলার জন্য আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তুত রাখা হয়েছে ৷ নিম্নাঞ্চলের বাসিন্দাদের জন্য নিরাপদ আশ্রয় এবং সর্তক থাকার আহবান জানান ৷ এছাড়া যে কোন ধরণের প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সকল ধরনের সহযোগিতা করে যাবে ৷ বড় ধরনের দূর্যোগ দেখা দিলে দ্রুত দূর্গতদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হবে ৷

আর কে/বি এন-১৩