চৌহাট্টায় বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৬, ২০২২
০৮:৫৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২২
০২:১৮ পূর্বাহ্ন



চৌহাট্টায় বহুতল ভবনে আগুন
এসি বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত

সিলেট নগরের চৌহাট্টা এলাকায় দৌলতপুর স্কয়ার নামে পাঁচ তলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্টের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

ভবনে ইউনাইটেড ফাইন্যান্স নামের আর্থিক লেনদেনের ব্যবসা প্রতিষ্ঠানের এসি বিষ্ফোরণ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। এ সময় আতংকে ওই কার্যালয়ে কর্মরতরা ছুটে বেরিয়ে আসেন। আগুন লাগার খবরে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে এসে যোগ দেয় আরও ৬টি টিম। ১ ঘণ্টার প্রচেষ্টায় বিকাল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের ৮টি টিম। এ সময় ভবনের ছাদে আটক পড়া লোকজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ইউনাইটেড ফিন্যান্সের তিন কক্ষের পুরো কার্যালয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও আগুন ইউনাইটেড ফাইন্যান্স কার্যালয়ের বাইরে ছড়ায়নি।

এসি বিস্ফোরণে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়েল উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. দুলাল মিয়া। তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বেলা ২টা ৫ মিনিটে খবর পেয়ে দ্রুত আমাদের তালতলা স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল সোয়া ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।’ 

ভবনটির নিচ তলা থেকে ৩য় তলা পর্যন্ত বেশ কয়েকটি ইলেকট্রনিক্স পণ্যের শো-রুম রয়েছে এবং চতুর্থ ও পঞ্চম তলায় ভবনের মালিক পরিবার নিয়ে বসবাস করেন।

এএফ/০৭


এএফ/০৭