নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৭, ২০২২
০৪:২০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২২
০৪:২০ পূর্বাহ্ন
দুই বছর ধরে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চলছিল শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় আবারও সাধারণ রোগীদের জন্য শুরু হয়েছে হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রম। গতকাল মঙ্গলবার থেকে হাসপাতালের অপারেশন কার্যক্রমও শুরু হয়েছে।
শামসুদ্দিন আহমদ হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২০ সালের মার্চে দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে ১০০ শয্যা বিশিষ্ট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সিলেটের করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে সেবা দেওয়া শুরু করে। এ সময় বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের আউটডোর, ইনডোর ও ওটি সেবা। এরপর থেকে প্রায় ১০ হাজার রোগীকে চিকিৎসা দিয়েছে হাসপাতালটি।
এরমধ্যে করোনা আক্রান্ত, করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন রোগীরা। সিলেটে সংক্রমণ যখন চ‚ড়ায় ছিল তখন হাসপাতালটি রোগীতে পরিপূর্ণ ছিল। অনেক সময় এক কেবিনে দুই থেকে তিনজন রোগীকে চিকিৎসা দিতে হয়েছিল।তবে গত বছরের অক্টোবরের পর সিলেটে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ এর নিচে নেমে আসে। এ অবস্থায় হাসপাতালের বহির্বিভাগ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে মেডিসিন বিভাগ (নারী-পুরুষ), সার্জারি, গাইনি এবং ডেন্টাল বিভাগে রোগী দেখার মধ্যে দিয়ে বহির্বিভাগ চালু হয়। পর্যায়ক্রমে দন্ত বিভাগ, চর্মরোগ বিভাগ, শিশু বিভাগসহ অন্যান্য বিভাগ খুলে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে বহির্বিভাগের পাশাপাশি জন্য হাসপাতালে ৫০টি শয্যা সাধারণ রোগীদের সংরক্ষিত রাখা হয়েছিল। তবে ওমিক্রনের কারণে আবারও করোনা রোগীর সংখ্যা বাড়ায় গত পহেলা ফেব্রুয়ারি থেকে ফের বন্ধ হয় বহির্বিভাগ।
তবে মধ্য ফেব্রুয়ারির পর থেকে সিলেটে আবারও কমতে থাকে করোনার সংক্রমণ। বর্তমানে সংক্রমণ শূন্যের ঘরে। এর মধ্যে গত ২০ মার্চ থেকে পুনরায় হাসপাতালের বহির্বিভাগ চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থপেডিক্স ও ডেন্টাল দিয়ে চলছে বহির্বিভাগের সেবা।
এ ছাড়া গত শনিবার থেকে সাধারণ রোগীদের জন্য শুরু হয়েছে ইনডোর সেবা। ২০২০ সালে করোনার সংক্রমণ শুরুর পর এই প্রথম সাধারণ রোগীদের জন্য হাসপাতালের ইনডোরে সেবা চালু হয়েছে। বর্তমানে সাধারণ রোগীদের জন্য ৬৪টি শয্যা ও ১৪টি আইসিইউ শয্যাসহ ৩৬টি শয্যা রয়েছে করোনার রোগীদের জন্য।
এ অবস্থায় গতকাল মঙ্গলবার থেকে হাসপাতালের ওটি সেবা চালু হয়েছে। করোনা সংক্রমণের কারণে প্রায় দুই বছরের বেশি সময় বন্ধ ছিল হাসপাতালের ওটি সেবা। ফলে কোনো অপারেশন হচ্ছিল না। গতকাল চারজন রোগীর অপারেশন হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মিজানুর রহমান সিলেট মিররকে বলেন, ‘মঙ্গলবার থেকে আমাদের ওটি সেবা শুরু হয়েছে। করোনার কারণে দীর্ঘ দুই বছর ওটি বন্ধ ছিল। মঙ্গলবার সার্জারি বিভাগের চারজন রোগীর অপারেশন হয় হাসপাতালে।’
আরএম-০৬