ভারতে কোভিশিল্ড-কোভ্যাক্সিনের দাম কমল

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২২
১২:৪৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২২
১২:৪৬ অপরাহ্ন



ভারতে কোভিশিল্ড-কোভ্যাক্সিনের দাম কমল

ভারতে করোনার টিকা কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের দাম কমানো হয়েছে। শনিবার কোভিশিল্ডের নতুন দামের কথা ঘোষণা করেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। ঘোষিত হয় কোভ্যাক্সিনের পরিবর্তিত দামও।

ভারতে ১৮ ঊর্ধ্বদের জন্য বুস্টার ডোজ চালুর অনুমোদন করেছে মোদি সরকার। রোববার থেকে চালু হওয়া বুস্টার ডোজ মিলবে বেসরকারি হাসপাতালে। বুস্টার ডোজ শুরুর আগেই কমানো হল টিকার দাম।

এতদিন ষাটোর্ধ্বরা বুস্টার ডোজ পেতেন।  নিজ খরচে বুস্টার ডোজ নিতে হবে।

আদর পুনাওয়ালার ঘোষণা অনুযায়ী, কোভিশিল্ডের নতুন দাম ভারতীয় মুদ্রায় ২২৫ রুপি। যা আগে ছিল ৬০০ রুপি। এ প্রসঙ্গে সেরাম প্রধান জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোভিশিল্ডের পাশাপাশি দাম কমেছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনেরও। এতদিন বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের দাম ছিল ১২শ রুপি। বর্তমানে এই টিকার দাম নির্ধারণ করা হয়েছে ২২৫ রুপি। ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা এ ঘোষণা দেন।

বি এন-০৩