ভারতে ট্রেনের ধাক্কায় নিহত ৬

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১২, ২০২২
১২:৪৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২২
১২:৫৮ পূর্বাহ্ন



ভারতে ট্রেনের ধাক্কায় নিহত ৬

ভারতে ট্রেনের ধাক্কায় ছয় জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার দিবাগত রাতে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শ্রীকাকুলামের বটুয়া গ্রামের কাছে যান্ত্রিক সমস্যার কারণে থেমে যায় গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেস। পরে ট্রেন থেকে নেমে বেশ কয়েকজন যাত্রী রেললাইনে দাঁড়িয়ে ছিলেন। সেই মুহূর্তে উল্টো দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা কোণার্ক এক্সপ্রেসের ধাক্কায় গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেসের ছয় যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে আহত হন আরও বেশ কয়েকজন।

শ্রীকাকুলাম জেলা পুলিশ সুপার জি রাধিকা জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গুয়াহাটি এক্সপ্রেসেরই কিছু যাত্রী চেন টেনে ট্রেনটি থামান। ট্রেন থামতেই কিছু লোক রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। তখনই উল্টো দিক থেকে আসা কোণার্ক এক্সপ্রেসের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

বি এন-০৬