@Framework : Laravel 6 (IT Factory Admin) @Developer : Faysal Younus
সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৫, ২০২২
০৩:২০ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২২
০৩:২২ অপরাহ্ন
দেশের জনিপ্রয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা ওমর ফারুক মারা গেছেন। আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এসময় তিনি উত্তরায় নিজ বাসাতেই ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন অপূর্বর বাবা। অবশেষে হার মেনেছেন এই মরণব্যাধির কাছে।
এ অভিনেতার বাবার মৃত্যুতে শোক জানাচ্ছেন শোবিজের মানুষেরা।
অপুর্বর বাবার মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করে অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আমাদের প্রিয় জিয়াউল হক অপূর্ব ভাইয়ের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন; সবাই ওনার বাবার জন্য দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার অনন্ত যাত্রা শান্তির হোক।’
উল্লেখ্য, ২০১৯ সালে অপূর্ব তার ছোট ভাই জাহেদুল ফারুক দীপুকে হারিয়েছেন। রাজধানীর শেখেরটেক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানানো হয়, এটি আত্মহত্যা।
আরএম-০৪