বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে মাদ্রাসায় অনুদান

বড়লেখা প্রতিনিধি


এপ্রিল ১৭, ২০২২
০৮:০৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২২
০৮:০৮ পূর্বাহ্ন



বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে মাদ্রাসায় অনুদান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসায় আর্থিক অনুদান দিয়েছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সহযোগিতায় মাদ্রাসায় অনুদানের অর্থ প্রদান করা হয়।

এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন-  মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হারিছ আলী।

বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সহকারি সমন্বয়ক পৌর কাউন্সিলার কবির আহমদের সভাপতিত্বে ও প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মাস্টার জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব, স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মজিদ, প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মাছুম আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু মাদ্রাসার উন্নয়নে ব্যক্তিগত পক্ষ থেকে ২ হাজার টাকা, প্রবাসী মাছুম আহমদ ৫শ’ টাকা প্রদান করেন। এছাড়া পৌর কাউন্সিলার কবির আহমদ মাদ্রাসার আবাসিক ছাত্রদের খাবারের জন্য প্রতিমাসে একবস্তা চাল প্রদানের অঙ্গীকার করেন।

এ জে/বি এন-১১