গাজায় ইসরায়েলের বিমান হামলা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২১, ২০২২
০৭:১৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২২
০৭:১৪ অপরাহ্ন



গাজায় ইসরায়েলের বিমান হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হলো। বৃহস্পতিবার ভোরের আগে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, একটি ফাইটার জেটের মাধ্যমে গাজায় রকেট ইঞ্জিন নির্মাণের ভূগর্ভস্থ কারখানায় হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলের বিমান হামলায় গাজার কেন্দ্রে অবস্থিত আল-বুরেজ শরণার্থী ক্যাম্পে বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলের পুলিশ জানায়, রাতে দক্ষিণ ইসরায়েলে গাজা থেকে একটি রকেট ছোড়া যায়। এতে একটি ঘরের সামান্য ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হয়নি।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, বিমান হামলার পর গাজা থেকে আরও চারটি রকেট ছোড়া হয়েছে। এগুলো ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ইসরায়েলে রকেট হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

বি এন-০৯