ফাহিমকে সভাপতি ও অমিতাভকে সম্পাদক করে উল্লাসের নতুন কমিটি গঠন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৯, ২০২২
১০:৫৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২২
১০:৫৫ অপরাহ্ন



ফাহিমকে সভাপতি ও অমিতাভকে সম্পাদক করে উল্লাসের নতুন কমিটি গঠন

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি কেন্দ্রীক গড়ে 'উল্লাস মিউজিক্যাল ক্লাব' এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি উল্লাসের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর মেহেদী আল ইশমাম ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মারুফুজ্জামান অসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়। 

কমিটিতে মোস্তাক আহমেদ চৌধুরী ফাহিমকে সভাপতি ও অমিতাভ দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

সহসভাপতি পদে রয়েছেন সামায়রা চৌধুরী, অর্নক দাশ গুপ্ত ও মাহবুব শুভ।  সাংগঠনিক সম্পাদক হয়েছেন আকাশ ঘোষ ও অনন্যা ভৌমিক।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৌরভ চক্রবর্তী, মাহি রহমান, জাহিদুর রহমান সজীব ও দেবজ্যোতি ঘোষ চৌধুরী অপূর্ব।

ব্যান্ডলিডার হয়েছেন নাহিদ হাসান ও জনি। ব্যান্ড ম্যানেজার আরাফাত আহমেদ, সহযোগী ব্যান্ড ম্যানেজার রুদ্র।

এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আহবাব শাহীন চৌধুরী ও আসাদুজ্জামান হিমেল। 

অ্যাডভারটাইসম্যান্ট মনিটর সালাহউদ্দিন আহমেদ, সহযোগী অ্যাডভারটাইসম্যান্ট মনিটর অভিজিৎ ও আকাশ দেব। সহযোগী প্রচার সম্পাদক আহসান ওয়াজেদ রাহাত ও অভিজিৎ। 

জ্যেষ্ঠ নির্বাহী সদস্য এম জে হোসাইন ও হাফিজুর রহমান হাফিজ। 

নির্বাহী সদস্য হয়েছেন সায়েম আহমেদ রনি, আহমেদ ত্বোহা, আমিনা ফাহিমা মিনা, আকিমা আহমেদ রায়া, দেবপ্রিয় ঘোষ চৌধুরী অর্ঘ্য, অভ্রনীল রাজিব।