মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ১৪ রোহিঙ্গার মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


মে ২৪, ২০২২
০৯:৫৬ অপরাহ্ন


আপডেট : মে ২৪, ২০২২
০৯:৫৬ অপরাহ্ন



মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ১৪ রোহিঙ্গার মৃত্যু

রোহিঙ্গা শরণার্থী ফাইল ছবি

মিয়ানমারের উপকূলে নৌকাডুবিতে ১৪ মরদেহ উদ্ধার করেছে সেদেশের পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে শরণার্থী সংস্থার বরাত দিয়ে মিয়ানমার পুলিশ জানিয়েছে, মৃতরা রোহিঙ্গা নাগরিক।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি পশ্চিম মিয়ানমারের সিত্তওয়ে থেকে গত ১৯ মে রওনা করেছিল। এর দুদিন পরেই বৈরি আবহাওয়ায় পড়ে ওই দলটি।

ইউএনএইচসিআর’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ইন্দ্রিকা রাতওয়াট এই দুর্ঘটনাকে রোহিঙ্গা নাগরিকদের জন্য হতাশাজনক ও দুর্ভাগ্য বলে উল্লেখ করেছেন।

উদ্ধারকারী সংস্থা জানায়, দুর্ঘটনার শিকার দলটি মালয়েশিয়ায় উদ্দেশে যাত্রা করেছিল। ১৪ মরদেহের মধ্যে ১২ জন রোহিঙ্গা নারী রয়েছেন। 

মিয়ানমারের রাজধানী থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে পাথেইন জেলা পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তুন শোয়ে জানান, এ ঘটনায় ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নৌকার মালিকসহ অন্তত ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাটিতে ৬১ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন।

আরএম-০৪