মাংকিপক্স: গণটিকার প্রয়োজন নেই বলল ডাব্লিউএইচও

সিলেট মিরর ডেস্ক


মে ২৮, ২০২২
০৪:১৩ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২২
০৪:১৩ অপরাহ্ন



মাংকিপক্স: গণটিকার প্রয়োজন নেই বলল ডাব্লিউএইচও

প্রতীকি ছবি

মাংকিপক্সের বিরুদ্ধে গণটিকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) কর্মকর্তারা। তবে মাংকিপক্স ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে উদ্যোগ জোরদার করতে হবে বলে জানিয়েছেন তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক সংক্রামক ঝুঁকি প্রস্তুতি বিষয়ক পরিচালক সিলভি ব্রায়ান্ড-এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়, তাহলে মাংকিপক্স সহজে নিয়ন্ত্রণ করা যাবে।

তিনি আরো জানান, দ্রুত শনাক্ত ও আক্রান্তদের আইসোলেশনে রাখা এবং আক্রান্তের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করা ভাইরাসটির বিস্তার ঠেকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

ব্রায়ান্ড আরো বলেন, সদস্য রাষ্ট্রগুলোর উচিত প্রথম প্রজন্মের স্মলপক্স টিকার তথ্য বিনিময় করা, যা মাংকিপক্সের বিরুদ্ধে কার্যকর হতে পারে। বিশ্বে এই টিকার কত সংখ্যক ডোজ বিদ্যমান আছে, তা নিশ্চিতভাবে আমাদের জানা নেই। সে কারণে আমরা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি- ডাব্লিউএইচওকে তাদের মজুত সম্পর্কে জানানোর জন্য।

সূত্র: আল জাজিরা।

আরএম-০৩