আজ হুমায়ুন ফরীদির জন্মদিন

সিলেট মিরর ডেস্ক


মে ২৯, ২০২২
০২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২২
০৯:৩৬ পূর্বাহ্ন



আজ হুমায়ুন ফরীদির জন্মদিন

‘মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। কারণ মৃত্যু অনিবার্য, তুমি যখন জন্মেছ, তখন মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য, তাকে ভালোবাসাটাই শ্রেয়।’

কথাগুলো একটি টিভি সাক্ষাৎকারে বলেছিলেন কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৭০ বছর।

১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্মেছিলেন হুমায়ুন ফরীদি। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম, মায়ের নাম বেগম ফরিদা ইসলাম। চার ভাইবোনের মধ্যে ফরীদি ছিলেন দ্বিতীয়। জন্মদিনে ভক্ত-সহশিল্পীরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।

যার প্রমাণ প্রতিবছরই পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। জন্মদিনে তিনি ফিরে আসেন প্রিয়জনদের কথায়, স্মৃতিতে। ফিরে আসেন পুরনো ছবিতে, নাটকে, চলচ্চিত্রে। জন্মদিন এলেই সেসব শেয়ার করেন অনুরাগীরা। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি।

আরএম-০৪