সিলেট মিরর ডেস্ক
জুন ০২, ২০২২
০৩:৩২ পূর্বাহ্ন
আপডেট : জুন ০২, ২০২২
০৩:৩২ পূর্বাহ্ন
বলিউডের খ্যাতিমান গায়ক কেকে হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) মারা গেছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনের প্রাথমিক ফলে ইঙ্গিত মিলেছে। পুলিশ আরও বলেছে, গায়কের মৃত্যুর পেছনে ‘খারাপ কোনো কিছু সক্রিয়’ ছিল না।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, গায়ক কে কে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কারণে মারা গেছেন। তার মৃত্যুর পেছনে কোনো খারাপ কিছু সক্রিয় ছিল না।
ক্লিনিক্যাল পরীক্ষায় আরো দেখা গেছে, গায়ক দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন হৃদযন্ত্রের এক ধরনের গুরুতর সমস্যা।
৭২ ঘণ্টা পর চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে।
সূত্র: এনডিটিভি
আরএম-১০