সিলেট মিরর ডেস্ক
জুন ০৩, ২০২২
০৫:৫৮ অপরাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২২
০৫:৫৮ অপরাহ্ন
আজ ৩ জুন, বিশ্ব সাইকেল দিবস। ২০১৮ সালের পর প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। এ উপলক্ষে বিভিন্ন সাইকেল রাইড সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে র্যালি, বিভিন্ন গন্তব্যে সাইকেল রাইড দেওয়া।
সুস্থ জীবন পরিচালনায় ২০১৮ সালের এপ্রিলে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেব প্রস্তাব করে জাতিসংঘ। এরপর থেকেই প্রতি বছর এটি পালিত হয়ে আসছে। যাতে অংশ নেয় সব ধরনের মানুষ।
জাতিসংঘ সাইকেলকে শান্তি, সহনশীলতা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ুর জন্য উপযুক্ত যানবাহন হিসেবে পরিচয় করিয়েছে।
দিবসটির মূল উদ্দেশ্য মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রর অধ্যাপক লেসজেক সিবিলস্কি বিশ্ব সাইকেল দিবসের স্বীকৃতির জন্য কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় দিবসটি তুর্কমেনিস্তানকে নিয়ে ৫৬টি দেশের সমর্থন লাভ করে।
আরএম-০৩