যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৩

সিলেট মিরর ডেস্ক


জুন ০৩, ২০২২
০২:০২ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২২
০২:০২ অপরাহ্ন



যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে একটি গির্জার বাইরে আত্মঘাতী এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) স্থানীয় সময় সন্ধ্যার দিকে অ্যামেসের কর্নারস্টোন গির্জার বাইরে এ ঘটনা ঘটে।

এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওই গির্জার বাইরে দুইজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুরুষের মরদেহটি বন্দুকধারীর। তিনি গুলি চালানোর পরে আত্মহত্যা করেছেন। বন্দুকধারী কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা জানতে পারেনি পুলিশ।

দেশটির জাতীয় পরিষেবা ৯১১-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন নিকোলাস লেনি জানিয়েছেন, ওই সময় গির্জার ভেতরে কয়েকজন শিক্ষার্থীর একটি অনুষ্ঠান চলছিল। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বন্দুকধারী আত্মহত্যা করেছেন কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে পৃথক পৃথক স্থানে তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক নিয়ন্ত্রণ আইনের কথা ভাবছেন। জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তৃতায় আইনপ্রণেতাদের এই আহ্বান জানান তিনি।

আরএম-০৪