সর্বোচ্চ রেমিট্যান্স আসছে সংযুক্ত আরব আমিরাত থেকে

সিলেট মিরর ডেস্ক


জুন ০৭, ২০২২
১১:২৯ অপরাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২২
১১:২৯ অপরাহ্ন



সর্বোচ্চ রেমিট্যান্স আসছে সংযুক্ত আরব আমিরাত থেকে

মে মাসে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে গত মে মাসে ৩৩ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে।

মঙ্গলবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশটি থেকে আসা প্রবাসী আয়ের এই অঙ্ক এযাবতকালের মধ্যে সর্বোচ্চ।

স্বাধীনতার পর সৌদি আরব থেকেই বাংলাদেশ সর্বোচ্চ রেমিট্যান্স পেয়ে এসেছে। এ বছরও সৌদি আরব থেকে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। গত মে মাসে দেশটি থেকে ৩২ কোটি ৯৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, একই সময়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৭ কোটি ৩২ লাখ ডলার, যুক্তরাজ্য থেকে ১৬ কোটি ৬৫ লাখ ডলার এবং কুয়েত থেকে ১৪ কোটি ৭০ লাখ ডলার।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, এ বছরের মে মাসে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা মোট ১৮৮ কোটি ৫৩ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

আরএম-০৫