সিলেট মিরর ডেস্ক
জুন ১২, ২০২২
০১:১১ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২২
০১:১৬ অপরাহ্ন
আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা বিভাগে সুনামগঞ্জ জেলা পর্যায়ে প্রথম হয়েছে সৌভিক দাশ শায়ন। সে শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র।
প্রতিযোগিতা শেষে গতকাল রবিবার বেলা পাঁচটায় সুনামগঞ্জের শহীদ আবুল হোসেন মিলনায়তনে তার হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ প্রতিযোগিতা হয়েছে।
উল্লেখ্য, শায়নের বাবা সুব্রত কুমার দাশ প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা শিবানী রানী তালুকদার ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।