কোম্পানীগঞ্জে সড়কে প্রাণ গেল মা-ছেলের

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি


জুন ২৪, ২০২২
১২:১১ অপরাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২২
১২:১৪ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে সড়কে প্রাণ গেল মা-ছেলের

সিলেটের কোম্পানীগঞ্জে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের দক্ষিণ বুড়দেও ভাঙা ব্রিজ-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন হনুফা বেগম (৪৫) এবং তার ছেলে শফিকুল ইসলাম (৫)। তারা কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, হনুফা বেগম ছেলেকে নিয়ে সিলেট যাচ্ছিলেন। তেলিখাল এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি থেকে পড়ে ঘটনাস্থলেই মা-ছেলে প্রাণ হারান। এ ছাড়া অটোরিকশায় থাকা অপর যাত্রীরাও গুরুতর আহত হন।

আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী জানান, সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জের দিকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরএম-০৪