শ্রীমঙ্গল প্রতিনিধি
জুলাই ২৬, ২০২২
০৩:১৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২২
০৩:১৫ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সোমবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের বৌলাশি এলাকার কামাল মিয়ার ফিসারির একটি টিনশেড ঘর থেকে তাদের আটক করা হয়।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ৭৮ হাজার ২৮০ টাকা উদ্ধার করে।
আটকরা হলো, উপজেলার আব্দুল মান্নান (৩৭), আজাদ মিয়া (৩৯), ওমর আলী (৪১), ময়না মিয়া (৪২), শফিক মিয়া (৪০), মনির হোসেন (৩৮), কফিল মিয়া (৪০), রফিক মিয়া (৩৬), খলিল মিয়া (৫০) ও বানিয়াচং উপজেলার চুনু মিয়া (৪৮) বাহুবল উপজেলার সামছু মিয়া (৪০), এবং মৌলভীবাজার সদর উপজেলার ফরমান মিয়া (৪২)।
থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে জুয়াড়ীদের কাছ থেকে নগদ টাকা ছাড়াও ১ টি কম্বল ও চার সেট তাসের বান্ডের উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনা করে ১২ জন জুয়াড়ী আটক করেছি। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা রুজু পূর্বক মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
জিকে-০১/এএফ-০৮