শ্রীমঙ্গল প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২২
১১:৫৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৪, ২০২২
১১:৫৯ পূর্বাহ্ন
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান ধর্মঘটের ১৬তম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ শ্রীমঙ্গল- ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন চা-শ্রমিকেরা।
আজ বুধবার (২৪ আগস্ট) বেলা তিনটা থেকে ছয়টা পর্যন্ত উপজেলার সাতগাঁও চা–বাগানের চা কারখানার সামনের মহাসড়কে তাঁরা অবস্থান নেন। পরে প্রধানমন্ত্রীর কাছে তাদের বার্তা ইতোমধ্যে পৌঁছানো হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এমন অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।
অবরোধ কর্মসূচিতে দিনারপুর চা বাগান,,ইমাম চা বাগান, মির্জাপুর চা বাগান,সাইফ টি,বৌলাছড়া চা বাগান,ক্লোনেল চা বাগান,ইছামতি চা বাগান,মাকড়িছড়া চা বাগান,সাতগাঁও চাবাগান,আমরাইল চা বাগান, গান্ধিছড়া চা বাগান,আমতলি চা বাগান, ইছামতি, মাকড়িছড়াসহ বিভিন্ন চা–বাগানের হাজারের বেশি শ্রমিক সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
এ সময় সড়কের দুই পাশে ছোটবড় শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়ে।
জিকে-০১ /এএফ-০২