শ্রীমঙ্গলে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি


অক্টোবর ১৩, ২০২২
০২:১২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২২
০২:১২ অপরাহ্ন



শ্রীমঙ্গলে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন


শ্রীমঙ্গলে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উপলক্ষে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান  হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

এছাড়া উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রসিদ তালুকদার, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনারজি, সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. মহসিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদেক, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ইউনিট এর নেতৃবৃন্দ, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ, বিজিবি সদস্য,পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, আনসার প্রতিনিধি, জাইকা প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।



জিকে-০১/এসই-০২