ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের শঙ্কা!

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৬, ২০২২
১১:৩৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২২
১১:৩৭ পূর্বাহ্ন



ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের শঙ্কা!

উপকূলজুড়ে এখনও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষত। এ ঝড়ের রেশ না কাটতেই আগামী ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের বার্তা দিল সরকার।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ফোন করে জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাং ভালোভাবে মোকাবিলা করা গেছে। তবে আগামী ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড় আসার আশঙ্কা আছে। এ জন্য একইভাবে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলন শেষে প্রতিমন্ত্রী বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকেও আগামী ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানানো হয়েছে।

তবে মঙ্গলবার রাত ১০টায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, এখনও নভেম্বরের পূর্বাভাসই দিতে পারিনি। ডিসেম্বরের কথা কীভাবে বলব। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ঘূর্ণিঝড়ের মাস। সেই হিসেবে হয়তো প্রতিমন্ত্রী ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের কথা বলেছেন। গত বছরও ডিসেম্বরে ঘূর্ণিঝড় হয়েছিল। আমরা সে অনুযায়ী প্রস্তুত আছি।

এ বিষয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ডিসেম্বরে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা খুবই কম। কারণ গত ১০০ বছরে ডিসেম্বরে মাত্র দু-তিনটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল।

আরএম-০৩