জুড়ীতে পুলিশিং ডে পালিত

জুড়ী প্রতিনিধি


অক্টোবর ২৯, ২০২২
০৯:১০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২২
০৯:১০ অপরাহ্ন



জুড়ীতে পুলিশিং ডে পালিত

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র' এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, থানার সিনিয়র অফিসার সৈয়দ আব্দুল মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ  বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন। এছাড়াও এ সময় থানার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জঙ্গিবাদসহ নানা ধরনের অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।

আরএম-০৬