শ্রীমঙ্গলে চিনি মজুদ ও দাম বেশি রাখার দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি


নভেম্বর ১৭, ২০২২
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২২
০২:৫৮ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে চিনি মজুদ ও দাম বেশি রাখার দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেশী দামে চিনি বিক্রি ও চিনি মজুদ রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোড ও সেন্ট্রাল রোডে র‌্যাব-৯ এর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযান পরিচালনা করেন।

অভিযানে মৌলভীবাজার রোডস্থ আদি ভান্ডারকে অতিরিক্ত (৩৫ বস্তা) চিনি মজুদ রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা ও সেন্টাল রোডস্থ মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয় (জননী ভান্ডার) কে বেশী দামে চিনি বিক্রয়, ভাউচার সংরক্ষণ না করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, বাজাওে পর্যাপ্ত তেল চিনি মজুদ থাকা সত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশী দামে এসব পন্য বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তিনি প্রতিটি দোকানে পন্যমূল্য তালিকা টাঙ্গানোসহ নানা নির্দেশনা দেন।

এসই/০৩