শ্রীমঙ্গলে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৬, ২০২৩
০৮:২৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২৩
০৮:২৪ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং এর উপর প্রশিক্ষণ এবং প্রশিক্ষণপূর্বক সনদ বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে' উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় ১০ দিন ব্যাপী প্রশিক্ষন শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২০ জন বেকার যুবকের মাঝে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, জাইকার প্রতিনিধি নিশিত বরন রায়, প্রমুখ।


জিকে-০১/এএফ-০৯