মিয়ানমারে বোমা হামলায় নিহত ৩

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৪, ২০২৩
০৪:০২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২৩
০৪:০২ পূর্বাহ্ন



মিয়ানমারে বোমা হামলায় নিহত ৩



মিয়ানমারে বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দক্ষিণ মিয়ানমারের একটি রেলস্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির জান্তা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

জান্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুন থেকে ১৫০ কিলোমিটার উত্তরে বাগো অঞ্চলের নিয়াংলেবিন টাউনশিপের একটি স্টেশনে বিস্ফোরণটি ঘটে।

এ তথ্য জানানোর পাশাপাশি জান্তা সরকারের পক্ষ থেকে একটি প্ল্যাটফর্মের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিস্ফোরণে তিনজন নিহত ও কমপক্ষে নয়জন আহত হয়েছেন।

জান্তার বিবৃতিতে কোনো প্রমাণ ছাড়াই হামলার জন্য অভ্যুত্থানবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেসকে (পিডিএফ) দায়ী করা হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী ও পিডিএফ সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকটি মারাত্মক বিস্ফোরণের জন্য একে-অপরকে দোষারোপ করেছে।

এ বিষয়ে পিডিএফের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। পিডিএফ গত ৯ ফেব্রুয়ারি নিয়াউংলেবিনে একটি সেতুতে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে।

দুই বছর আগে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। দেশজুড়ে জান্তা সেনাদের সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটছে।

জান্তা সরকারের নিম্নস্তরের কর্মকর্তা বা অভ্যুত্থান বিরোধী যোদ্ধারা প্রায় প্রতিদিনই হত্যাকণ্ডের শিকার হচ্ছেন।

গত ডিসেম্বরে ইয়াঙ্গুনে ফেরিতে বিস্ফোরণে প্রায় ১২ জন লোক আহত হয়। তার আগে অক্টোবরে ইয়াঙ্গুনে একটি কারাগারের বাইরে অন্তত দুটি বোমা বিস্ফোরণে আটজন নিহত এবং ১৮ জন আহত হয়।

জান্তা প্রধান মিন অং হ্লাইং সম্প্রতি স্বীকার করেছেন যে, দেশের এক তৃতীয়াংশেরও বেশি জনপদ সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণে নেই। সূত্র : এএফপি

মিয়ানমারের কয়েকটি অঞ্চলে রবিবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত পূর্ববর্তী চার দিনে পিডিএফের সঙ্গে সংঘর্ষে জান্তার বিভিন্ন বাহিনীর অন্তত ৭৯ নিহত হয়েছেন। এসব সংঘর্ষে পিডিএফেরও ১১ সদস্য নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ইরাবতির এক প্রতিবেদনে। ম্যাগওয়ে, মান্দালয়, সাগাইং অঞ্চল, শান ও কারেন রাজ্যে এসব ঘটনা ঘটেছে। 

পিডিএফের সংঘবদ্ধ টানা হামলায় খেই হারাচ্ছে জান্তা সরকার। সম্প্রতি জান্তাপ্রধান মিন অং হ্লাইং স্বীকার করেছেন, হ্যাঁ, দেশের প্রায় এক-তৃতীয়াংশ শহর আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে।


এএফ/০৮