শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৯, ২০২৩
০৮:৪৫ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৩
০২:৩৪ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন


শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যেগে ‘অমর একুশে বইমেলা ও ভাষা উৎসব-২০২৩’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে এবং শিক্ষক জহর তরপদার ও দেবাশীষ চৌধুরী রাজার যৌথ সঞ্চালনা এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, ডা. হরিপদ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, অধ্যাপক অবিনাশ আচার্য, এসকেডি আমার বাড়ির স্বত্বাধিকারি সজল দাস, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ, বইমেলা উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্ষুদ্র নৃ- গোষ্টিদের নিজস্ব কৃষ্টি প্রদর্শন ও পরিবেশন করা হয়।

মেলায় ২০টি স্টল অংশ নেয়। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন।


জিকে-০১/এএফ-০২