আচমকা ইউক্রেন সফরে বাইডেন, ‘নিরাপত্তা নিশ্চয়তা’ পুতিনের

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২১, ২০২৩
০২:০২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২৩
০২:০৮ পূর্বাহ্ন



আচমকা ইউক্রেন সফরে বাইডেন, ‘নিরাপত্তা নিশ্চয়তা’ পুতিনের


পোল্যান্ড সফর থেকে হুট করে সামরিক বিমানে করে কিয়েভে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম দেশটিতে সফরে এলেন তিনি। এরই মধ্যে সাক্ষাৎ করে ফেলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। নতুন অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন।

কিন্তু ইউক্রেনের সঙ্গে যেখানে যুদ্ধ হচ্ছে রাশিয়ার, দেশটির রাজধানী কিয়েভেও আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র। সেখানে হুট করে কীভাবে চলে যেতে পারলেন জো বাইডেন, এই প্রশ্ন অনেকেরই।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক মুখপাত্র, রাষ্ট্রবিজ্ঞানী সার্গেই মারকভ এই প্রশ্নের জবাব দিয়েছেন।

মারকভ দাবি করেছেন, মস্কো থেকে নিরাপত্তা নিশ্চয়তা পেয়েই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে এসেছেন জো বাইডেন। আর এ নিশ্চয়তা এসেছে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে। তিনিই নিশ্চয়তা দিয়েছেন, বাইডেনের সফরের সময় কোনো রকেট ও বিমান হামলা চালানো হবে না কিয়েভে।

মারকভের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে বাইডেনের নিরাপদ সফর, মারকভের কথার সত্যতার দিকেই ইঙ্গিত করছে।

একই সঙ্গে মারকভ আরও জানান, বাইডেনের সফরটি এক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, এমন সময়ে এ সফর হতে যাচ্ছে, যখন শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে সামরিক অভিযান শুরুর বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে পুতিনের দিকনির্দেশনা-ভিত্তিক ভাষণ দেওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, ‘জো বাইডেন এ সফর থেকে ব্যাপক লাভবান হতে যাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এ সফরের তাৎপর্য থাকবে। কারণ যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির অনেকেরই ধারণা, মানসিক ও শারীরিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম নন বাইডেন। তাই সফরটিকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বাইডেনের বড় বিজয় বলা যায়।’   

সোমবার (২০ ফেব্রুয়ারি) বাইডেন প্রথমে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে যান। সেখান থেকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই একরকম হুট করে সোজা কিয়েভে পৌঁছান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাইডেনের কিয়েভ সফর নিয়ে রাশিয়ার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

তবে সোমবার সকাল থেকে কিয়েভের নিরাপত্তা জোরদার হতে থাকে। বিশেষ এক অতিথি কিয়েভ আসছেন, এমন একটি কথা চারদিকে ছড়িয়ে পড়ে। 


 সূত্র : আল জাজিরা 


এএফ/০৭