সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৩, ২০২৩
০৩:৫৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৩, ২০২৩
০৩:৫৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের সুরমা নদীর আব্দুজ জহুর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রী জেসমিন আক্তার তাজিম (১৬) শহরের ষোলঘর এলাকার রুহানুর রহমান রোহানের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জেসমিন এবার শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সকালে সাড়ে দশটার দিকে বিদ্যালয়ে থেকে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে সহপাঠীদের সাথে আব্দুজ জহুর সেতু এলাকায় ঘুরতে আসে জেসমিন। এক সময় সবার অগুচরে হঠাৎ করে সেতু থেকে লাফ দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে।স্থানীয়রা ফায়ারসার্ভিসকে খবর দিলে দুই ঘন্টা চেষ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে ডুবরিদল।
প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে পুলিশ দেখলেও নিহতের পরিবার বলছে তাজিম আত্নহত্যা করেনি।
নিহতের বড় বোন তাহসিন মেহজাবিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্যাটাস দিয়ে জানায়, এটি একটি দূর্ঘটনা। শখের বসে সেতুর র্যালিং এ বসেছিল তাজিম। সেখান থেকে পা পিছলে পানিতে পরে মারা যায় সে।
সুরতহাল রিপোর্ট করে লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিন্ত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ারউদ্দিন চৌধুরী।
এসই/০৫