মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত শতাধিক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৩, ২০২৩
০৪:৩৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২৩
০৯:৫৩ অপরাহ্ন



মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত শতাধিক



মিয়ানমারের সামরিক বাহিনীর মঙ্গলবারের (১১ এপ্রিল) বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির গৃহযুদ্ধে এ পর্যন্ত ঘটা মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

বিমান হামলা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা জানান, তারা অন্তত ৮০টি মৃতদেহ খুঁজে পেয়েছেন। তারা আশঙ্কা করছেন, এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। 

বিবিসির প্রতিবেদন বলছে, মিয়ানমারের উত্তর পশ্চিমের সাগাইং অঞ্চলের এক গ্রামকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। জাতিসংঘ এরই মধ্যে এ হামলার নিন্দা জানিয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। এর পর দেশটিতে বিদ্রোহী দলগুলোর সঙ্গে সহিংসতায় জড়ায় তারা। অতীতে বিভিন্ন সময়ে বিদ্রোহীদের দমাতে ব্যাপক বিমান হামলা চালাতে দেখা গেছে জান্তা সরকারকে।

সামরিক জান্তা মুখপাত্র জেনারেল জাও মিন তান রাষ্ট্রীয় টেলিভিশনে বিমান হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হ্যাঁ, আমরা বিমান হামলা চালিয়েছি। পা জি গি গ্রামকে আক্রমণ চালানোর জায়গা হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে জানান, সেখানকার স্থানীয় স্বেচ্ছাসেবক প্রতিরক্ষা বাহিনী গ্রামটিতে নিজেদের কার্যালয় খোলার আনুষ্ঠানিকতার মধ্যে ছিল।

জান্তা বিরোধী বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফএস নামে পরিচিত। বাহিনীটি মিয়ানমারের বিভিন্ন স্থানে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালনা করে থাকে।  

বিবিসির প্রতিবেদন বলছে, রাস্তায় অ্যামবুশের কবলে পড়ার কারণে সামরিক বাহিনী এখন আকাশ হামলাকে বেছে নিয়েছে।


সূত্র : বিবিসি


এএফ/০৩