জনতা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হলেন মুহিতুল বারী

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২১, ২০২৩
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২৩
০২:০৪ পূর্বাহ্ন



জনতা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হলেন মুহিতুল বারী


সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুরের জনতা মহাবিদ্যালয়ের (ডিগ্রি পাস ও অনার্স) গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মুহিতুল বারী রহমান। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য কলেজটির দশম গভর্ণিং বডি অনুমোদন লাভ করেছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে জনতা মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে। 

মুহিতুল বারী রহমান জনতা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আফরোজ মিয়ার ছেলে।

জানা গেছে, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ঐকান্তিক প্রচেষ্টায় জনতা মহাবিদ্যালয়ের নবগঠিত গভর্ণিং বডি অনুমোদন ও সভাপতি মনোনয়নের কার্যক্রম সম্পন্ন হয়। এজন্য গভর্ণিং বডি ও কলেজের শিক্ষক শিক্ষিকারা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ভূয়সী প্রশংসা করেন।

প্রসঙ্গত, নবনির্বাচিত সভাপতি মুহিতুল বারী রহমান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য, সিলেট ক্লাব লিমিটেডের সভাপতি এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি।


এএফ/০১