সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৩
০৫:১৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২৩
০১:০৫ পূর্বাহ্ন
বিবাদমান দুই বাহিনীর ক্ষমতার দ্বন্দ্বে হঠাৎ অস্থিতিশীল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ সুদান। এমন উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সেখানকার দূতাবাস। ইতোমধ্যে দেশটিতে অবস্থানরত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবন ও দূতাবাসে গুলির ঘটনা ঘটলেও কর্মকর্তা-কর্মচারীরা সবাই নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।
চলতি এপ্রিল বা মে মাসের প্রথম দিকে সুদান থেকে সব বাংলাদেশিকে সরিয়ে নেওয়ার প্রত্যাশা করেছেন বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তারেক আহমেদ। বুধবার (২৬ এপ্রিল) এসব কথা জানান তিনি।
বার্তা সংস্থা ইউএনবিকে সুদানে প্রবাসী বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে জানিয়েছেন তিনি বলেন, আমাদের কর্মীরা এখন পর্যন্ত দূতাবাস প্রাঙ্গণে প্রবেশ করতে পারেননি।
তারেক আহমেদ বলেন, যদিও কিছুই চূড়ান্ত নয়, আমরা আশা করছি- চলতি অথবা আগামী মাসের প্রথম দিকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার কাজ শেষ হবে। সেই লক্ষ্যে প্রবাসীদের তথ্য সংগ্রহ করছি।
রাষ্ট্রদূত জানান, পশ্চিমের দেশগুলো দূতাবাস সরিয়ে নিলেও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের দূতাবাস এখনো চালু আছে।
তিনি আরও জানান, সুদানের রাজধানী খার্তুমের যে এলাকায় বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ হাউজ সেখানে নিরাপত্তা ও সুরক্ষা পরিস্থিতি এখনো অস্থিতিশীল। যদিও খার্তুমের কয়েকটি অঞ্চলে পরিস্থিতির কিছুটা উন্নতির তথ্য পাওয়া গেছে। তবুও পুরো খার্তুমের পরিস্থিতি অপ্রত্যাশিত। মিশন কর্মকর্তা ও তাদের পরিবারসহ আমরা রাজধানীর বাইরে নিরাপদে আছি।
এদিকে গত মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সুদানে অবস্থানরত বাংলাদেশিদের অন্য দেশের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।
ওইদিন তিনি বলেন, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরে নির্ভর করবে কীভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করছি।
উল্লেখ্য রাষ্ট্রক্ষমতা নিয়ে দুই বাহিনীর লড়াইয়ের মধ্যে সুদানে আটকা পড়েছেন দেড় হাজারের মতো বাংলাদেশি। এর মধ্যে সামরিক ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে গোলাগুলির সময় দেশটির রাজধানী খার্তুমের বাংলাদেশ দূতাবাসে মেশিনগানের বুলেট আঘাত হেনেছে। এতে বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে। তবে এই দুই ঘটনায় বাংলাদেশ দূতাবাসের কেউ হতাহত হননি।
গত ১৫ এপ্রিল বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবন আক্রান্ত হওয়ার পর ২২ এপ্রিল দূতের বাসভবনও আঘাতের শিকার হয়েছে বলে জানিয়েছে সুদানের বাংলাদেশ দূতাবাস ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
এসই/০২